ভেজাল
হাকিকুর রহমান
পাচ্ছি যেটা, খাচ্ছি সেটা
তফাৎ বোঝার উপায় নেই
পথ্য বলি, তথ্য বলি
সবখানেতে নকল সেই।
বাছ-বিচারের বালাই নেই
ছুটছে সবাই উর্ধ্বশ্বাসে
পিছলে পড়ে কম্ম কাবার
কারও কিছু যায় বা আসে।
ফরমালিনে ভরে গেছে
যে সব খাবার নিত্তি খাই
কেমন করে দমন হবে
সেইটা দেখার কেউতো নাই।
রুগ্ন গলায় তাইতো আজি
গাইছি ফিরে দেশের গান
এসব ব্যাপার রোখার তরে
জেগে উঠুক সকল প্রাণ।
হাকিকুর রহমান
পাচ্ছি যেটা, খাচ্ছি সেটা
তফাৎ বোঝার উপায় নেই
পথ্য বলি, তথ্য বলি
সবখানেতে নকল সেই।
বাছ-বিচারের বালাই নেই
ছুটছে সবাই উর্ধ্বশ্বাসে
পিছলে পড়ে কম্ম কাবার
কারও কিছু যায় বা আসে।
ফরমালিনে ভরে গেছে
যে সব খাবার নিত্তি খাই
কেমন করে দমন হবে
সেইটা দেখার কেউতো নাই।
রুগ্ন গলায় তাইতো আজি
গাইছি ফিরে দেশের গান
এসব ব্যাপার রোখার তরে
জেগে উঠুক সকল প্রাণ।
No comments:
Post a Comment