নতুন দিন
হাকিকুর রহমান
একোন আলো লাগলো এসে মুখে,
তন্দ্রাগুলো হারিয়ে গেলো-
জাগলো আশা বুকে।।
উঠলো জেগে ঝলমলানো দিন,
ভাবের তরী উদয় হলো-
মন হলো রঙিন।
প্রাণে প্রাণে উঠলো জেগে আশা,
নতুন দিনের আগমনে-
আবার তরী ভাসা।
গানে গানে ভরলো সারা মাঠ,
ভরা নদীর ছলছলিতে-
সরব হলো ঘাট।
হাকিকুর রহমান
একোন আলো লাগলো এসে মুখে,
তন্দ্রাগুলো হারিয়ে গেলো-
জাগলো আশা বুকে।।
উঠলো জেগে ঝলমলানো দিন,
ভাবের তরী উদয় হলো-
মন হলো রঙিন।
প্রাণে প্রাণে উঠলো জেগে আশা,
নতুন দিনের আগমনে-
আবার তরী ভাসা।
গানে গানে ভরলো সারা মাঠ,
ভরা নদীর ছলছলিতে-
সরব হলো ঘাট।
No comments:
Post a Comment