Thursday, January 9, 2020

সোনার গাঁ
হাকিকুর রহমান

মনের সুখে কোকিল ডাকে
আমার সোনার গাঁয়
নয়ন মেলে দেখতে হলে
আয়রে চলে আয়।
শাপলা ভরা পুকুর পাড়ে
ডাহুক ডাকা ভোরে
আম বাগানের মধুর ঘ্রাণে
নেয়যে ডেকে মোরে।
শিমুল, বকুল, পারুল ফোটে
সারা কানন জুড়ে
দোয়েল, শালিক, ময়না থাকে
মনের সুখে নীড়ে।
গাঁয়ের পিছে গাঙ্গের স্রোতে
যায় যে বয়ে তরী
ভর দুপুরে গাছের ছায়ে
গায় যে কে সুর ধরি।
দিনের শেষে সূর্যি নামে
মাঠের সীমানায়
মনের মাঝে কি সুখ আনে
প্রাণের কিনারায়।
ঘুম পাড়ানি মাসি-পিসি
মোদের বাড়ি আসে
সারা দিনের ক্লান্তি ভুলে
স্বপ্ন চোখে ভাসে।

No comments:

Post a Comment