Thursday, January 9, 2020

আকুতি
হাকিকুর রহমান 

অনাহারী ভৃত্য, করিতেছে নৃত্য
ইহাতেই মহাজন বিহ্বল,
জীর্ণ-শীর্ণ দেহ, অভাবতাড়িত গেহ
লুকায় সে অলখেতে আঁখিজল।
তাঁহার রসুই ঘরে, নিত্ত রন্ধন করে
একাধিক পাকা পরিচারিকা,
তৃপ্ত আহার শেষে, সুখের নিদ্রা আসে
তাহাদের পাতে পড়ে মক্ষিকা।
তাঁহার বালাখানায়, ভরে অতিথির আনাগোনায়
এককোণে দন্ডায়মান প্রহরী,
সকলেই মদমত্ত, বিনামূল্যে প্রদত্ত
কোণে ভাসে বিষাদের লহরী।
বাগানে ফুটেছে ফুল, মনটা করে আকুল
পরিচর্যায় রহিয়াছে যে মালী,
দিবানিশি খেটে যায়, কাননের পানে চায়
গৃহেতে পড়িয়া রয়েছে শূন্য থালি।
এভাবেই চলিতেছে, সবকিছু ঘটিতেছে
তাহাদের দেখিবার কেহ নাই,
যতই কহিনা শোরে, আছে সব ঘনঘোরে
কর্ণকুহরে তালা মারা- তাই।

No comments:

Post a Comment