Tuesday, January 14, 2020

আবাহন
হাকিকুর রহমান

তারায় তারায় ভরিলো আকাশ
মৃদু বহে সমীরণ,
আঁধারের মাঝে জ্বলে জোনাকি
আলোড়িত তনু-মন।।
চাঁদের আশায় থাকি
কোন সুরে কারে ডাকি,
হাসনুহেনার মধুর সুবাসে
ভরে থাকে বাতায়ন।
বেলাযে পচিমে ঢলে
আলো-আঁধারির খেলা চলে,
আকাশে চলিছে মেঘের খেলা
কাটে কাল অনুক্ষণ।
দিবস রজনীতে ঢাঁকে
সীমানার ওপারে ডাকে,
তৃষিত প্রাণেতে লাগিলোযে দোলা
নবতর আবাহন।

No comments:

Post a Comment