সবিনয় কথন
হাকিকুর রহমান
মোর হাত দুটি ধরে নিয়ে চলো হে প্রভু,
আমি তো একা চলিতে পারিনা-
প্রভুহে, প্রভুহে।
মোর হৃদয় মাঝারে দাও সাড়া হে প্রভু,
আমি তো এভার বহিতে পারিনা-
প্রভুহে, প্রভুহে।
মোর চরণ দুটি চালিতো করো হে প্রভু,
আমি তো এপথ চিনিতে পারিনা-
প্রভুহে, প্রভুহে।
মোর স্বপ্নগুলিকে পূরণ করো হে প্রভু,
আমি তো এব্যথা সহিতে পারিনা-
প্রভুহে, প্রভুহে।
হাকিকুর রহমান
মোর হাত দুটি ধরে নিয়ে চলো হে প্রভু,
আমি তো একা চলিতে পারিনা-
প্রভুহে, প্রভুহে।
মোর হৃদয় মাঝারে দাও সাড়া হে প্রভু,
আমি তো এভার বহিতে পারিনা-
প্রভুহে, প্রভুহে।
মোর চরণ দুটি চালিতো করো হে প্রভু,
আমি তো এপথ চিনিতে পারিনা-
প্রভুহে, প্রভুহে।
মোর স্বপ্নগুলিকে পূরণ করো হে প্রভু,
আমি তো এব্যথা সহিতে পারিনা-
প্রভুহে, প্রভুহে।
No comments:
Post a Comment