ইলিম-পিলিম
হাকিকুর রহমান
ইলিম-পিলিম, পানের সিলিম
সিলিম গেলো কই?
মাঁচার নীচে, খাটির নীচে
খাড়াও দেইখ্যা লই।
খয়ের, জর্দা, চুন, সুপারি
ঠিক আছেনি বউ?
বানাই খামু মিষ্টি পান
সাথে দিয়া মউ।
ফোকলা দাঁতের খোকলা হাসি
সুবাস ভরা মুখে,
পানের দোক্তা হাতে নিয়ে
বেড়ান মনের সুখে।
দাঁতগুলো সব গেলো পড়ে
হামান-দিস্তা লাগে,
লাঠি নিয়ে দাদি বুড়ি
হাঁটেন সবার আগে।
হাকিকুর রহমান
ইলিম-পিলিম, পানের সিলিম
সিলিম গেলো কই?
মাঁচার নীচে, খাটির নীচে
খাড়াও দেইখ্যা লই।
খয়ের, জর্দা, চুন, সুপারি
ঠিক আছেনি বউ?
বানাই খামু মিষ্টি পান
সাথে দিয়া মউ।
ফোকলা দাঁতের খোকলা হাসি
সুবাস ভরা মুখে,
পানের দোক্তা হাতে নিয়ে
বেড়ান মনের সুখে।
দাঁতগুলো সব গেলো পড়ে
হামান-দিস্তা লাগে,
লাঠি নিয়ে দাদি বুড়ি
হাঁটেন সবার আগে।
No comments:
Post a Comment