Saturday, January 4, 2020

কেন?
হাকিকুর রহমান

ছায়া,
আলোর প্রতিফলন ভেদে-
কখনও ক্ষুদ্রাকৃতির,
কখনও লম্বাকৃতির,
আবার কখনও আঁধারে হারিয়ে যায়।
মায়া,
সেতো হৃদয়ের সেতুবন্ধন-
তবুও কখনও হয় হের ফের,
আর কখনও বা বিস্মৃত হয়।
কায়া,
প্রতিনিয়তই ধাবিত হয়-
ক্ষয়িষ্ণুতার পানে,
ক্লান্তি, অবসাদ, বিষন্নতা ভর করে প্রতিক্ষণে।
জায়া,
সেতো প্রেমের অবতারিনী-
তবে কেন হারায়ে যায়,
কোন অবচেতনে?
ঢেঁকে যায় অস্পৃষ্ট আবরনে।

No comments:

Post a Comment