Sunday, January 26, 2020

যাচ্‌ঞা
হাকিকুর রহমান

চরণে সপিয়া দিয়াছি, হে প্রভু
করোহে মোরে পরিত্রাণ,
হৃদয়ে গাঁথিয়া রেখেছি তোমারে
তুমি মহা মহীয়ান।
দ্যুলোক, ভূলোক, ত্রিলোক ব্যাপিয়া
করোহে তুমি রাজ,
অবিনশ্বর তুমি, করেছো সৃষ্টি এই ধরাকে
হেরি তব কারুকাজ।
স্মরণে রাখিয়া তোমারই কথা
চলি আমি পদে পদে,
আমিতো অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র
রক্ষা করোহে মোর বিপদে।

No comments:

Post a Comment