Tuesday, January 14, 2020

স্মৃতির কাহন
হাকিকুর রহমান

বিরহ কাঁদিয়া গেলো ফিরে,
মম হৃদয়ের উঠানেতে দাঁড়ায়ে,
বুঝিতে পারিনিকো তার অস্ফুট ক্রন্দন,
সম্বিত ফিরিলো যখন, তখন হয়ে গেছে অনেক দেরী।
কিনারে ভিড়িলো গাড়ী, শেষ ভেঁপু দিলো ছাড়িবার-
না শুনিতে পারি তাহা,
রহিলাম পড়ি অনতিক্রান্ত প্রান্তরে,
মনে হয় অপেক্ষমাণ অনাদিকালের তরে।
কেহকি দেখেছো?
ঐ যে ফুটেছিলো ছোট্ট এক অপরাজিতা ফুল!
অবহেলিতই ছিলো সে, যতদিন ছিলো ফুটে।
বাহারি একটা প্রজাপতি,
কখনও কখনও বসেছে তার উপর,
কি কথা হয়েছে তাদের মাঝে, তা শুনিতে পারিনি।
চাতকী চাহে, আকাশের পানে,
"ফটিক জল" বলে গাহে-
হয়না হৃদয়াঙ্গম এখন আর,
কারণ বাঁধা পড়ে আছি
প্রলম্বিত স্মৃতির কাহনে,
অবহেলায় ধুলা পড়ে আছে সেথায়।

No comments:

Post a Comment