Saturday, January 25, 2020


কাজের লোক!
হাকিকুর রহমান

কাজের কথা বল্লে পরেই
আড়ামোড়া ছাড়ে,
নানান রকম ফন্দি-ফিকির
চালাকিটা বাড়ে।
আলসেমিতে বড়ই পটু
কাজে-কম্মে ফাঁকি,
ঘুম থেকেতো উঠবেনা সে
যতোই ডাকা-ডাকি।
যতোই বলো কাজের কথা
করবেনাতো শুরু,
লজ্জা-শরম নেইযেগো তার
চামড়াটাতো পুরু।
ছলা-কলা করেই যে তার
জীবন গেলো কেটে,
চল্লো সেতো সারাটা কাল
নিজের বুদ্ধি এঁটে।

No comments:

Post a Comment