Tuesday, January 14, 2020

ছোট বাক্স
হাকিকুর রহমান

ছোট বাক্সে কত কথাই
নিত্তি শুনে যাই
বলার তো আর নেইতো কিছুই
শুধুই শোনা তাই।
রহিম বলেন, করিম বলেন,
যদু বলেন, মধু বলেন।
কেউবা হাসান, কেউবা হাসেন
শুনিনাতো কাউকে সেথায়,
গলাটাকে ঝেড়ে কাশেন।
দেশের কথা, দশের কথা
বলেন তাঁরা শুনি
পাশ কাটিয়ে সটকে পড়েন
হলে প্রতিধ্বনি।
বল্লে পরে সঠিক কথা
বিপদ আছে বটে
তাইতো সবাই সামলে চলেন
ঘটার যেটা ঘটে।


No comments:

Post a Comment