অভিন্ন
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
অষ্টগ্রামের শুকুর আলীর, একটা ছিল মেয়ে
দেখতে অতি সুন্দরী সে, থাকতো নেচে গেয়ে।
ঐ গাঁয়েরই মাদবরের পুত, গহর বলে জানি
পড়লো কুনজর, আর তাতে দিলো বিপদের হাতছানি।
কুপ্রস্তাবে হয়না রাজি, করবে এখন কি-
গাঁয়ের ধারে ডেকে নিয়ে, করলো সতীত্বের সমাধি।
পাড়ার লোকে জেনেও করে, না জানার ভাব
যতই বলো, মাদবরের পো, নেই ধনের অভাব।
অসহায় মেয়ের জ্বালা, কেউতো বোঝেনা
গাছের ডালে পেচিয়ে মলো, খবর পেলোনা।
এমনি তরো ঘটছে কতো, অঘটনের ঘটা
কে-বা কাহার খবর রাখে, জানতে পারি ক'টা।
দেখতে অতি সুন্দরী সে, থাকতো নেচে গেয়ে।
ঐ গাঁয়েরই মাদবরের পুত, গহর বলে জানি
পড়লো কুনজর, আর তাতে দিলো বিপদের হাতছানি।
কুপ্রস্তাবে হয়না রাজি, করবে এখন কি-
গাঁয়ের ধারে ডেকে নিয়ে, করলো সতীত্বের সমাধি।
পাড়ার লোকে জেনেও করে, না জানার ভাব
যতই বলো, মাদবরের পো, নেই ধনের অভাব।
অসহায় মেয়ের জ্বালা, কেউতো বোঝেনা
গাছের ডালে পেচিয়ে মলো, খবর পেলোনা।
এমনি তরো ঘটছে কতো, অঘটনের ঘটা
কে-বা কাহার খবর রাখে, জানতে পারি ক'টা।
No comments:
Post a Comment