Tuesday, January 14, 2020

আবহ
হাকিকুর রহমান

গগনে উঠিলো আঁধো বাঁকাচাঁদ
জাগিলো অগনিত তারা,
আলো আঁধারির খেলা ছড়িয়ে
বহিলো শ্বাস্বত ধারা।
মৃদু সমীরণ বহিলো কাননে
লাগিলো প্রাণেতে দোলা,
মরমিয়া উঠে হৃদয় আঙ্গিনা
তাহাতো যায়না ভোলা।
দখীনা বায়ের সুনিবিড় পরশ
পশিলো পরাণে মোর,
বাঁশ বাগানের ছায়াতে জোনাকি
খুলিলোযে আঁখি ডোর।

No comments:

Post a Comment