চাকুরিজীবি
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
গলদঘর্ম হয়ে,
উঠলেন তিনি হয়ে বাসের যাত্রী
তিল ধারনের জায়গা নেই তাতে,
তবুও গত্যন্তর না পেয়ে
চলতি বাসেই হাতল ধরে ঝুলে আছেন,
সঠিক সময়ে অফিস যাবার প্রণান্তর প্রয়াস।
ঠেলে গুতে একটু ভিতরে যাবার নিদারুণ প্রচেষ্টা,
কারণ, যে কোন মুহুর্তে হতে পারে জীবনটা বিপন্ন।
এক হাতে ধরে আছেন বাসের হাতল,
আর অন্য হাতে আছে গিন্নীর দেয়া টিফিন পট,
কারন, তিন জনার সংসারে একাই রোজগেরে তিনি-
মেয়েটার লেখাপড়ার খরচাও সাশ্রয় করতে হয় বেতন থেকে।
উর্ধ্বমূখী বাজার দরের সাথে তাল মিলিয়ে চলতে হয়,
তার উপর আছে অতিরিক্ত বাসা ভাড়া।
তবুও জীবনটাকে একটু ছকে ফেলার চেষ্টা,
আপ্রাণ প্রচেষ্টা-
আর সে জন্যেই যেন পৃথিবীতে আসা।
উঠলেন তিনি হয়ে বাসের যাত্রী
তিল ধারনের জায়গা নেই তাতে,
তবুও গত্যন্তর না পেয়ে
চলতি বাসেই হাতল ধরে ঝুলে আছেন,
সঠিক সময়ে অফিস যাবার প্রণান্তর প্রয়াস।
ঠেলে গুতে একটু ভিতরে যাবার নিদারুণ প্রচেষ্টা,
কারণ, যে কোন মুহুর্তে হতে পারে জীবনটা বিপন্ন।
এক হাতে ধরে আছেন বাসের হাতল,
আর অন্য হাতে আছে গিন্নীর দেয়া টিফিন পট,
কারন, তিন জনার সংসারে একাই রোজগেরে তিনি-
মেয়েটার লেখাপড়ার খরচাও সাশ্রয় করতে হয় বেতন থেকে।
উর্ধ্বমূখী বাজার দরের সাথে তাল মিলিয়ে চলতে হয়,
তার উপর আছে অতিরিক্ত বাসা ভাড়া।
তবুও জীবনটাকে একটু ছকে ফেলার চেষ্টা,
আপ্রাণ প্রচেষ্টা-
আর সে জন্যেই যেন পৃথিবীতে আসা।
No comments:
Post a Comment