Saturday, January 4, 2020


পুঁথি
হাকিকুল্লাহ* (হাকিকুর রহমান)

অবনী আঁধারে ঘিরে
নিশীথ আসিলো ফিরে।
চাতকী ফিরিয়া চায়
মন জাগে কি মায়ায়।
গগনে জাগিলো শশী
নীরবে চাহে উর্বশী।
সুবাস ছড়ালো যূথী
আনু লিখিলো পুঁথি।
জগতে আনিলো বিস্ময়
অতীত, সেতো সবই কয়।

No comments:

Post a Comment