উৎকরণ
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
ধর্তব্যের ভিতরে থেকে
গ্রহণ করি সততাকে
কর্তব্যের বেষ্টনী দেখে
রহিত করি শঠতাকে।
বিবেচ্য-বিবেচনায় ধরি
অনুশীলন করি সরলতা
আরাধ্য-আরাধনায় স্মরি
নিয়ন্ত্রণ করি গরলতা।
বাধ্য-বাধকতার মাঝে
নিজেকে করি সংবরণ
কল্যাণ-বিনির্মানের কাজে
আত্মাকে করি উৎকরণ।
(উৎকরণ- উৎকর্ণ- শুনিবার জন্য ব্যগ্র)
গ্রহণ করি সততাকে
কর্তব্যের বেষ্টনী দেখে
রহিত করি শঠতাকে।
বিবেচ্য-বিবেচনায় ধরি
অনুশীলন করি সরলতা
আরাধ্য-আরাধনায় স্মরি
নিয়ন্ত্রণ করি গরলতা।
বাধ্য-বাধকতার মাঝে
নিজেকে করি সংবরণ
কল্যাণ-বিনির্মানের কাজে
আত্মাকে করি উৎকরণ।
(উৎকরণ- উৎকর্ণ- শুনিবার জন্য ব্যগ্র)
No comments:
Post a Comment