উপলব্ধি
হাকিকুর রহমান
আবেগতাড়িত হয়ে, রহিলাম বসে
হৃদয়ের যত না বলা কথাগুলিকে সাথে লয়ে।
ধরিতে চেয়েছিনু চাঁদ, কোন সে পলকে
লক্ষ্যচ্যুত হয়ে, মনে হয় যেন রাত জাগানিয়া ফাঁদ।
গুনিতে চেয়েছিনু তারা, ওদের ব্যাপ্তিতে চমকিত চোখে
চেয়ে থাকাই হলো সারা।
নামিতে চেয়েছিনু জলে, সাঁতার না জেনে কোন সে অভিপ্রায়ে
টালমাটাল হলেম গভীর অতলে।
গাহিতে চেয়েছিনু গান, স্বরলিপি তার বুঝিতে না পেরে
আজি এপ্রহরে, বিস্মিত হয়ে, আলোড়িত হলো মন-প্রাণ।
হাকিকুর রহমান
আবেগতাড়িত হয়ে, রহিলাম বসে
হৃদয়ের যত না বলা কথাগুলিকে সাথে লয়ে।
ধরিতে চেয়েছিনু চাঁদ, কোন সে পলকে
লক্ষ্যচ্যুত হয়ে, মনে হয় যেন রাত জাগানিয়া ফাঁদ।
গুনিতে চেয়েছিনু তারা, ওদের ব্যাপ্তিতে চমকিত চোখে
চেয়ে থাকাই হলো সারা।
নামিতে চেয়েছিনু জলে, সাঁতার না জেনে কোন সে অভিপ্রায়ে
টালমাটাল হলেম গভীর অতলে।
গাহিতে চেয়েছিনু গান, স্বরলিপি তার বুঝিতে না পেরে
আজি এপ্রহরে, বিস্মিত হয়ে, আলোড়িত হলো মন-প্রাণ।
No comments:
Post a Comment