Saturday, January 4, 2020

মৌসুমী ধান
হাকিকুর রহমান

পান্তা ভাত আর কাঁচা মরিচ খেয়ে
চলছে চাষী মাঠের পানে ধেয়ে।
কাটতে হবে আসার আগে বান
বুনতে হবে নতুন করে ধান।
আগাম ধানে ফলন হবে ভালো
মনের মাঝে জাগে আশার আলো।
মৌসুম দেখে আবাদ করে যাওয়া
তাতেই কাপড় তাতেই হবে খাওয়া।

No comments:

Post a Comment