Saturday, January 4, 2020

নাড়ী
হাকিকুর রহমান

ধান শালিক আর দোয়েল পাখির দেশে
অবাক হলেম জল টলমল নদীর কাছে এসে।
ভরা নদীর দুই ধারেতে কত জনার বাস
নতুন গজে ওঠা চরে চলে ধানের চাষ।
মন কাড়ানো হলদে ফুলে চোখ জুড়িয়ে যায়
শিমুল-বকুল-জুঁই-চামেলি ফুটছে সারা গাঁয়।
দখীন হাওয়া ধানের মাঠে ঢেউ তুলেছে আজ
পলাশ-চাঁপা রঙিন হলো সেজে নতুন সাজ।
গাঁয়ের বঁধু যায় যে পরে বাসন্তী রং শাড়ী
শিশির ভেজা ঘাসের মাঝে পোতা আমার নাড়ী।

No comments:

Post a Comment