সুপ্রভাত
হাকিকুর রহমান
আবির রাঙানো সূর্যটা জাগিলো
পূবের আকাশে,
একোন প্রাণের পরশ লাগিলো
ভোরের বাতাসে।
চারিদিকে হেরি মনখোলা হাসি
হলুদের সমারহ,
ধানের মাঠেতে ঢেউ খেলে যায়
একোন আবহ।
পাখির কাকলী ভরালো ক্ষণকে
ফুটে কত ফুল কাননে,
দিনের শুরুকে হাতছানি দিয়ে
পেজা মেঘ ভাসে গগনে।
বিবাগী এ মন আলোড়িত হলো
হেরিয়া নতুন ঐ রবি,
হেরিলাম এই নয়নাভিরাম রূপ
পটে আঁকা এক ছবি।
হাকিকুর রহমান
আবির রাঙানো সূর্যটা জাগিলো
পূবের আকাশে,
একোন প্রাণের পরশ লাগিলো
ভোরের বাতাসে।
চারিদিকে হেরি মনখোলা হাসি
হলুদের সমারহ,
ধানের মাঠেতে ঢেউ খেলে যায়
একোন আবহ।
পাখির কাকলী ভরালো ক্ষণকে
ফুটে কত ফুল কাননে,
দিনের শুরুকে হাতছানি দিয়ে
পেজা মেঘ ভাসে গগনে।
বিবাগী এ মন আলোড়িত হলো
হেরিয়া নতুন ঐ রবি,
হেরিলাম এই নয়নাভিরাম রূপ
পটে আঁকা এক ছবি।
No comments:
Post a Comment