Tuesday, January 14, 2020

দুখু মিয়া
হাকিকুর রহমান

নির্বাক চোখে রহিবেকি চেয়ে
কহিবেনা আর কোন কথা,
ছিলোতো অনেক কিছুরই বলার
রহিলো তা যথা তথা।।
যেই হাতে ধরেছিলে অসি,
সেই হাতে ধরেছিলে মসি-
চেতনাগুলিকে উজ্জ্বীবিত করে
ভেঙ্গেছিলে নীরবতা।
কালের গর্ভে ফিরে,
কুনুর নদের তীরে-
এসেছিলে ওহে দুখু মিয়া
জাগালে বিবেকের স্বাধীনতা।
ছিলো, আঁধার ঘেরা রাত্রি,
তুমি, হয়েছিলে সহযাত্রী-
আলোক দেখিয়ে অভাগা বাঙালীরে
দিয়েছিলে মানবতা।
চির ভাস্বর রহো ওহে,
জেগে রই সেই মোহে-
জ্ঞানের আলোর পরিধি বাড়ালো
তোমার ঐ কথকতা।
এসেছিলে জৈষ্ঠের ঝড়ে,
বিদায় নিয়েছো ভাদরে-
সৃষ্টিশীলতার তেইশ বছরে
এনেছিলে নবীনতা।

No comments:

Post a Comment