Tuesday, January 14, 2020

সাম্যের গান
হাকিকুর রহমান

হীনমন্যতাকে পরিহার করি
বিশুদ্ধ করিয়া মন,
মানবসেবায় নিয়োজিত থাকি
স্রষ্টার প্রদত্ত পথে করি গমন।
সামনে-পিছনে আসে যত বাধা
করিয়া অতিক্রম,
গাহিতে পারি যেন সাম্যের গান
হয়না তার ব্যতিক্রম।
নির্মোহ চিত্তে করিয়া ভ্রমণ
জীবনের পরিসরে,
উদ্দীপ্ত করি একতার বাণী
ক্ষণিকের চরাচরে।
বিভ্রান্তি হতে নিবৃত রাখি
হৃদয়কে করিয়া বিনির্মান,
সেবার মানসিকতা উন্নীত রাখি
ভেদেভেদ হোক অবসান।

No comments:

Post a Comment